সঙ্গাকারার জরিমানা


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

আম্পায়ারের সঙ্গে কথাকাটাটির জের। শেষ পর্যন্ত ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সঙ্গাকারার। ইসিসির এই সিদ্ধান্তে ব্যাটফুটে শ্রীলঙ্কার ব্যাটসম্যান।

ঘটনাটা ঘটে শনিবার শ্রীলঙ্কার ইনিংসের ৩৪তম ওভারের মাথায়। ওই ওভারের শুরুতে ব্যাটিং পাওয়ার প্লে নেওয়ার কথা আম্পায়ারকে জানান সঙ্গাকারা। কিন্তু দেরি করে ফেলায় আম্পায়ার অক্সেনফোর্ড শ্রীলঙ্কাকে ওই সময়ে ব্যাটিং পাওয়ার প্লে দিতে রাজি হননি। বিষয়টি নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আম্পায়ারের সঙ্গে কথা বলেন সাঙ্গাকারা।

পরের ওভারে দ্বিতীয় বলে জেমস ট্রেডওয়েলের বলে রবি বোপারার হাতে ক্যাচ আউট হয়ে ফিরে যান দিলশান। তখন আম্পায়ারকে উদ্দেশ্য করে অসঙ্গত মন্তব্য করেন সঙ্গাকারা। এই মন্তব্য করার জন্য জরিমানা করা হয়েছে সঙ্গাকারাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।