রুবেলকে ছাড় দিবে না বিসিবি


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৪

জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও নায়িকা নাজনীন আক্তার হ্যাপি বিতর্কে রুবলকে কোন ধরণের ছাড়া দিবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শাকিব যেমন তার অপরাধে শাস্তি পেয়েছে রুবেলের ক্ষেত্রেও তেমনি হবে।

মঙ্গলবার বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, রুবেলের বিষয়টি ব্যক্তিগত। সে জন্য একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। একটু সময় লাগবে।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর মডেল থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন হ্যাপি। মামলার এজাহারে তিনি বলেন, ক্রিকেটার রুবেল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এখন বিয়ের কথা বললে সে টালবাহানা করে। বর্তমানে চার সপ্তাহের জামিনে আছেন রুবলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।