ঢাকায় জাপান অনূর্ধ্ব-২১


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার দুপুর ১টায় ঢাকা পৌঁছেছে জাপান অনূর্ধ্ব-২১ দল। বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচে অংশ নিতে দুপুর ১ টায় মি: টিজি-৩২১ ফ্লাইটযোগে ঢাকায় অবতরণ করে জাপান দল। তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে জাপান দল। আর বাংলাদেশ দল অনুশীলন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।