ম্যানেজমেন্ট থেকে মঈনকে বাদ দিল পাকিস্তান


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৫ এপ্রিল ২০১৬

পুরাতনদের ছাঁটাই করে নতুনদের নিয়ে আবার দল গঠন করছে পাকিস্তান। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়োগ দেয়া শেষ, এবার কোচের পালা। সে লক্ষ্যেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে মঈন খানকেও যুক্ত করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু সে তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। এরই মধ্যে পাকিস্তান দল মহসিন খান, ইকবাল কাসিম এবং ডিন জোন্সকে দলের বিভিন্ন দায়িত্ব দিয়ে দেয়ায় বাদ পড়েছেন তিনি।

বাদ পড়ার বিষয়ে মুখ খুলতে চাননি মঈন খান। নতুন কোচের অনুসন্ধানে ওয়াসিম আকরাম এবং রমিজ রাজাকে নিয়ে দুই সদস্যের কমিটি গঠন করেছে পিসিবি। এই সদস্যদের কাজ হবে নতুন কোচ খুঁজে বের করা।

প্রাথমিক তালিকায় আকিব জাভেদের নাম থাকলেও তিনি নাম প্রত্যাহার করে নেন। আকিব জাভেদের সঙ্গে মঈন খানেরও নাম ছিল। আকিব সরে যাওয়াতে মঈনই ছিলেন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে। চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও মঈন খান এই তালিকায় থাকছেন না এটা এক প্রকার নিশ্চিত।

জুলাই মাসে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। ওয়াকার ইউনুস কোচের পদ থেকে সরে যাওয়ার পর বর্তমানে এই পদ শূন্য রয়েছে। ইংল্যান্ড সফরের আগেই নতুন টিম ম্যানেজমেন্ট পাকিস্তান দলের দায়িত্ব নেবে বলে জানিয়েছে পিসিবি।

আরআর/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।