এক ম্যাচ নিষিদ্ধ বালোতেল্লি
অনলাইনে বর্ণবাদী পোস্ট দেওয়ায় লিভারপুলের স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য আর্সেনালের বিপক্ষে রোববার অনুষ্ঠিত ম্যাচে দেখা যাবে না ইতালির এই ফরোয়ার্ডকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘সুপার মারিও’ ছদ্মনামে একটি ভিডিও গেমের ছবি আপলোড করেছেন লিভারপুল তারকা। যেখানে ব্ল্যাকম্যানের মতো লাফ দিচ্ছেন সুপার মারিও এবং ইহুদিদের মতো দখল নিচ্ছেন মুদ্রা।
এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি বালোতেল্লিকে ৩৯ হাজার মার্কিন ডলার জরিমানা ও সঙ্গে তাকে এ ধরনের শিক্ষা বিষয়ক প্রোগ্রামে অংশগ্রহণের নির্দেশও দিয়েছে প্রিমিয়ার লিগ কতৃপক্ষ। অবশ্য এমন কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন ‘ব্যাড বয়’ বালোতেল্লি।