মাঠে ফিরছেন সাঈদ আজমল


প্রকাশিত: ০৭:০০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

তিন মাস পর ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছেন পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমল। কেনিয়ার বিপক্ষে পাকিস্তান ‘এ’ দলের হয়ে ওয়ানডে ম্যাচে খেলবেন তিনি। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষিদ্ধ করেছে আইসিসি।

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিশ্বকাপের খুব বেশি সময় নেই। তাই প্রতিযোগিতামূলক ক্রিকেটে আজমলকে অন্তর্ভুক্ত করে তার বোলিং অ্যাকশনের বিষয়টি খতিয়ে দেখছে বোর্ড।

বোর্ডের এমন সিদ্ধান্তে খুশি আজমল। বলেছেন, এটা আমার জন্য ভাল সুযোগ। কারণ নিজের বোলিং অ্যাকশন কতটা সংশোধন করতে পেরেছি তা বুঝতে পারব। সবকিছু ঠিক থাকলে আজমলকে বিশেষজ্ঞ টিমে পাঠানো হবে। আর বিশেষজ্ঞ টিম সন্তুষ্ট হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে কোনো সমস্যা হবে না আজমলের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।