বাগেরহাটে কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন


প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৩ মে ২০১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট জেলা পর্যায়ের খেলায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বাগেরহাট স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তারা বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়কে ৭০ রানে পরাজিত করে।

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রথমে ব্যাট করেতে নেমে ১০ উইকেটে ১৬৬ রান করে। দ্বিতীয়ার্ধে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ৩৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হয়।

ফাইনালে ম্যাচ সেরা হয়েছে বিজয়ী দলের সোলেমান ও টুর্নামেন্ট সেরা হয়েছে একই দলের সাব্বির হোসেন। পরে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি বিতরণ করেন বাগেরহাট জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক খান।

বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা ক্রিকেট উপকমিটির সভাপতি খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক শেখ হায়দার আলী বাবু, যুগ্ম সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক, ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মো. আজিম হাওলাদার প্রমুখ।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।