কলঙ্কের দাগ প্রিমিয়ার লিগে


প্রকাশিত: ০৫:৩২ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

ঢাকা লিগের রেলিগেশন শঙ্কার ম্যাচ। হারলেই অবনমন। আর জিতলেই রক্ষা। এমন কঠিন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল কলাবাগান কেসি ও পারটেক্স। পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ তুলে ইনিংসের ২১.৩ ওভার পর খেলতে অস্বীকৃতি জানায় পারটেক্স। পরে লিগের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী প্রতিপক্ষ কলাবাগানকে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি।

ইনিংসের ২২তম ওভারে কলাবাগানের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে পারটেক্সের ব্যাটসম্যান রাজিন সালেহর বিপক্ষে এলবিডব্লুর আবেদন ওঠে। আম্পায়ার আবদুল মতিন তাতে সাড়া দিলে বিস্ময় প্রকাশ করেন রাজিন। পরে ড্রেসিংরুমের পথে রাজিনকে অনুসরণ করেন অপর প্রান্তের ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়রও। পারটেক্স মাঠে না ফেরায় ম্যাচ রেফারী বাইলজের ২১ দশমিক ৩ ধারার `ক`উপধারায় কলাবাগান কেসি`কে জয়ী ঘোষণা করেন।

আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যাটসম্যান রাজিনও,‘বল আমার ব্যাটে লাগার পর প্যাডে লাগে এবং এরপর উইকেটকিপারের কাছে যায়। কিন্তু উইকেটকিপার ক্যাচটা নিতে পারেনি। আমি দ্বিধান্বিত ছিলাম আমাকে কট বিহাইন্ড দিল কি না সেটা নিয়ে। এটা এলবিডব্লু কিছুতেই হতে পারে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।