মেলবোর্নে সাকিব


প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

বিগ ব্যাশ লিগে কোন দলের হয়ে খেলবেন তা এখন বলেননি সাকিব আল হাসান। নিজে না বললেও এরই মধ্যে অস্ট্রেলিয়ার মিডিয়ায় খবরটি চাউর হয়েছে প্রতিযোগিতায় মেলবোর্নের হয়ে খেলবেন সাকিব। সাকিবের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে মেলবোর্ন রেনেগেডস।

মেলবোর্নের প্রধান কোচ সিমোন হেলমট সাকিবকে শিষ্য হিসেবে পেয়ে দারুণ খুশি। তিনি বলেন, ‘আমরা অনেকদিন থেকেই একজন বিশ্বসেরা অলরাউন্ডার খুঁজছিলাম। সাকিব টি-টোয়েন্টির বিশ্বসেরা। সে দারুণ অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলা শেষে জানুয়ারিতে সাকিব বিগ ব্যাশ লিগে যোগ দিবে। হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ৭ জানুয়ারি মেলবোর্নের অ্যাওয়ে ম্যাচে সাকিবকে দেখা যেতে পারে বলেও জানায় দলটির বোর্ড কর্তৃপক্ষ।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।