রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তামিম


প্রকাশিত: ১১:৫২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

নানান শঙ্কা মাথায় নিয়ে শুক্রবার রাতে দেশ ছাড়ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। গন্তব্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন। ইনজুরির চিকিৎসা করাতে তামিমের এই বিদেশ গমন। তার সফরসঙ্গী হচ্ছেন স্ত্রী আয়েশা সিদ্দিকী। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে রাত ১০টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা তামিমের। সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাবেন তিনি।

২৯ ডিসেম্বর সেখানে চিকিৎসক ডেভিড ইয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। ওই সাক্ষাতের পরই জানতে পারা যাবে তামিম ইনজুরি কতটা গুরুতর এবং সুস্থ হতে তার অস্ত্রোপচার করতে হবে কি না। ধারণা করা হচ্ছে, ২৯ ডিসেম্বর অস্ত্রোপচারও করা হয়ে যেতে পারে তামিমের হাঁটুতে। কেননা, বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে বাকি আর মাত্র ৫০ দিন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না। তাই, অস্ত্রোপচার করিয়ে তাকে দ্রুত মাঠে ফিরিয়ে আনতে চায় বিসিবি। তামিমেরও একই ইচ্ছে, বিশ্বকাপ মিস করতে চান না তিনি।

বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী তামিমের বিষয়ে বলেছেন, ‘তামিম যাচ্ছে, কি করতে হবে এ সব চিকিৎসক ডেভিড ইয়ান সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের ধারণা, অস্ত্রোপচার করতে হবে। সব কিছুই আসলে ২৯ তারিখের পর বোঝা সম্ভব হবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘যদি অস্ত্রোপচার করা হয় সেক্ষেত্রে তামিমের সুস্থ হতে ৪ সপ্তাহ সময় লাগবে। আসলে সব কিছু বিবেচনায় এনেই সিদ্ধান্ত নেব আমরা।’

উল্লেখ্য, তামিম ইকবালের বাঁ হাঁটুর মিনিসকাস ছিঁড়ে গেছে। ফলে, বিশ্বকাপ ক্রিকেটে তার অংশ নেওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তামিমের বিষয়ে সিদ্ধান্ত নিতে অস্ট্রেলিয়ান চিকিৎসকদের দ্বারস্থ হয়েছে বিসিবি। অস্ত্রোপচার না করেই তামিমকে সুস্থ করার বিষয়ে চেষ্টা করছে বিসিবি। তবে সমস্যা গুরুতর হলে অস্ত্রোপচার না করিয়েও উপায় নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।