খুলনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:৩২ এএম, ২০ জুলাই ২০১৫

নিখোঁজ হওয়ার তিনদিন পর খুলনা মহানগরীর চানমারী এলাকার রাসেল হাওলাদারের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রূপসা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

নগরীর লবণচরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, লবণচরা মাথাভাঙ্গা এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা পল্লীর পিছনে নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

নিহতের বাবা আব্দুস সালাম হাওলাদার জানান, ঈদের আগের রাতে বন্ধুরা রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার তার এক বন্ধু রাসেলের মোবাইল ফোনটি বাড়িতে দিয়ে যায়। এ ঘটনার পর খুলনা সদর থানায় আব্দুস সালাম একটি সাধারণ ডায়েরি করেন। দুপুরে মরদেহ খুলনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলমগীর হান্নান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।