কুমিল্লায় ওয়ার্ড মাস্টার অপহরণের ঘটনায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল ইসলাম অপহরণের ঘটনায় মিজানুর রহমান নামে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা এলাকা থেকে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, গত ১৫ জানুয়ারি বিকালে কুমিল্লা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল ইসলামকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে রাতভর তার উপর অমানবিক নির্যাতন চালায় অপহরণকারীরা। এ সময় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য সামনে রেখে অপহরণকারীরা নজরুলের ছবি তুলে তা ইন্টারনেটে প্রচার ও প্রশাসনের নিকট সরবরাহসহ হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে অপহরণকারীরা মোবাইল ফোনে অপহৃত নজরুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এবং তার নিকট থেকে মুক্তিপণ বাবদ ১৪ টি বিকাশ নম্বরের মাধ্যমে ৪ লাখ টাকা আদায় করে পরদিন তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে নজরুল বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা এলাকায় ডিবির এসআই সহিদুল ইসলাম ও শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে ২ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশ হেদায়েত উল্লাহ সাগর নামের এক অপহরণকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল।

ডিবির এসআই সহিদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিজান ওয়ার্ড মাস্টার নজরুলকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করে এবং ওই চক্রের সদস্যদের নাম প্রকাশ করেছে। এ ব্যাপারে বুড়িচং থানায় মিজানের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও ১টি মামলা হয়েছে।

ডিবির ওসি একেএম মনজুর আলম জানান, অপহরণকারী এ চক্রটি বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ সদস্যদের মাধ্যমে বিভিন্ন কৌশলে লোকজন আটক করে বিভিন্ন স্থানে নিয়ে আপত্তিকর ছবি তুলে অমানবিক নির্যাতনসহ মুক্তিপণ আদায় করে আসছিল। ওই চক্রের সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।