একুশে বইমেলায় মালেক মুস্তাকিমের দু’টি বই


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

একুশে বইমেলায় তরুণ কবি ও কথাসাহিত্যিক মালেক মুস্তাকিমের দু’টি বই পাওয়া যাচ্ছে। বই দুটির মধ্যে রয়েছে একটি উপন্যাস- “দেয়ালমুখী” ও অন্যটি কবিতা গ্রন্থ- “বিষণ্ণতাবিরোধী চুম্বনগুলি”।

নিঃসঙ্গ এক যুবকের সীমাবদ্ধতার দেয়াল অতিক্রম করার পথে গাঢ় অন্ধকারে ডুব দিয়ে জীবনের গভীরতর সৌন্দর্য্য কুড়াবার গল্প নিয়ে গড়ে উঠেছে দেয়ালমুখী উপন্যাসের শরীর। শব্দের ভাঁজে ভাঁজে পাঠক খুঁজে পাবেন অন্ধকারে ঘুরপাক খেতে খেতে তার নিজস্ব সত্ত্বার সম্মিলিত দহন।

অন্যদিকে প্রেম- বিরহ, বিষণ্নতা এবং যাপিত জীবনের অন্তরালে ক্ষয়িঞ্চু মুহূর্তগুলোর অন্তর্বেদনা “বিষণ্ণতাবিরোধী চুম্বনগুলি” কাব্যগ্রন্থটিতে ফুটে উঠেছে।

book
বই দুটি মেলায় এনেছে বাংলাবাজারের খ্যাতনামা সৃজনশীল প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মেলায় অনিন্দ্য প্রকাশের ২৯৩-২৯৬ নং স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো। ইতোমধ্যে বই দুটি বেশ পাঠক প্রিয়তা অর্জন করেছে বলে অনিন্দ্য প্রকাশের সত্ত্বাধিকারী আফজাল হোসেন এই প্রতিবেদককে জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মালেক মুস্তাকিম কৈশোরকাল থেকেই লেখালেখি করছেন। বর্তমানে সরকারের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

এমএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।