প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সেরা অপশন এই ইয়ারবাডে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫
ছবি: সংগৃহীত

জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা নয়েজ একের পর এক নতুন ইয়ারবাড আনছে বাজারে। এবার নয়েজ মাস্টার বাডস নামের একটি ইয়ারবাড এনেছে বাজারে। সামনেই ভালোবাসা দিবস, আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সেরা বিকল্প হতে পারে নয়েজের ইয়ারবাড।

এই ইয়ারবাডস ব্যবহার করে ইউজাররা প্রিমিয়াম অডিও এক্সপিরিয়েন্স পাবেন কারণ নয়েজ সংস্থার এই ইয়ারফোনে। অডিও ফিচারের সাপোর্ট পাবেন।

নয়েজ সংস্থার মাস্টার সিরিজের আসন্ন ইয়ারবাডসে থাকতে চলেছে অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৪৯ ডেসিবেল পর্যন্ত এই ফিচার কাজ করবে। ক্লাসিক ইন-ইয়ার ডিজাইন থাকবে এই ইয়ারাবাডসে। আর থাকবে চিকন এবং গোলাকার স্টেম।

ইয়ারবাডসের উপর একটি গোলাকার চিহ্ন থাকতে চলেছে যা টাচ সেনসর বোঝাবে। তার ঠিক উপরেই থাকবে মাইক্রোফোন। এছাড়াও নয়েজ মাস্টার বাডসের চার্জিং কেসে একটি এলইডি লাইট থাকবে। অনেকটা ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে। এই এলইডি লাইটের মাধ্যমে সম্ভবত কানেক্টিভিটি, ব্যাটারি লেভেল এবং চার্জিং স্ট্যাটাস বোঝা যাবে।

ট্রান্সপারেন্সি মোড থাকবে। এই মোডটি ব্যবহার করে আপনি ইয়ারবাড না খুলেই পরিবেশের শব্দ শুনতে পারবেন, যা নিরাপত্তা এবং সুবিধার জন্য উপকারী। ইয়ারবাড হারিয়ে গেলে, ফাইন্ড মাই ডিভাইস ফিচারের মাধ্যমে সহজেই খুঁজে পাওয়া যাবে। IPX4 রেটিং সহ, এটি পানির ছিটা থেকে সুরক্ষা প্রদান করে।

চার্জিং কেসসহ ইয়ারবাডটি মোট ৩১ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম প্রদান করে। মাত্র ৫ মিনিটের চার্জে প্রায় ১ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। একই সঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যাবে, যা ডিভাইস পরিবর্তনকে সহজ করে।

আরও পড়ুন

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।