পেক্সেলে এশিয়ার শীর্ষ তিনে ইমনের কনটেন্ট

ছবি ও ভিডিও শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম পেক্সেলে শীর্ষ ৩-এ জায়গা করে নিয়েছে ইমরুল কাওসার ইমনের কনটেন্ট। চলতি মাসে প্ল্যাটফর্মটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তালিকায় শীর্ষে ছিল তার ভিডিও। এ ছাড়া এশিয়ার সেরা তিন ভিডিও নির্মাতার তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি।
পেক্সেলের পরিসংখ্যান অনুযায়ী, ইমনের অ্যাকাউন্টের ভিউ ছাড়িয়ে গেছে ৩৪ দশমিক ২ মিলিয়ন বা ৩ কোটি ৪২ লাখ। গত চার সপ্তাহে তার ভিডিওগুলো দেখা হয়েছে ৬ দশমিক ৫ মিলিয়ন বার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার ভিডিও প্রতি সেকেন্ডে ডাউনলোড হচ্ছে ৭ বার এবং সেকেন্ডে ১১৬ জন ব্যবহারকারী বাংলাদেশের ভিডিও দেখছেন।
পেক্সেলের অলটাইম র্যাংকে গত ৩০ দিনে ইমনের অবস্থান ১৪তম স্থানে, যা নতুন কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য এক অনন্য অর্জন। বিশ্বব্যাপী ইমনের এ জনপ্রিয়তার কারণে পেক্সেল তার হোমপেজে ‘BANGLADESH’ ট্যাগ যুক্ত করেছে। ফলে এখন থেকে বাংলাদেশি ভিডিও নির্মাতারা আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে আরও দৃশ্যমান হয়ে উঠবেন।
- আরও পড়ুন
- সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না জানার উপায়
- এবার ছবি থেকে ভিডিও বানিয়ে দেবে জিমিনি
ইমন জাগো নিউজকে বলেন, ‘দেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারাটা আমার জীবনের অন্যতম অর্জন। আমি চাই বিশ্ব জানুক আমাদের দেশেও চমৎকার ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতা আছেন। এ অর্জন দেশের তরুণ ভিডিও ক্রিয়েটরদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাক পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। পাশাপাশি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার (আরডিজেএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমএমএ/আরএমডি/এসইউ/এএসএম