চোখের পলকে ফোনের চার্জ ১০০ থেকে ৫০ এ নামছে, যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ৩১ জুলাই ২০২৫

সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত স্মার্টফোনে নানান কাজে ব্যস্ত থাকেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।

দিনের বেশিরভাগ সময় কাটছে স্মার্টফোন নিয়ে। এজন্য ফোন সর্বদা সম্পূর্ণ চার্জ থাকাও প্রয়োজন। কিন্তু দেখা যায় আপনি ঠিকই ফোন চার্জ করছেন। ১০০ শতাংশ চার্জ দেখেই ফোন হাতে নিলেন কিছুক্ষণ পরই চার্জ নেমে এলো ৫০ শতাংশে।

ঘণ্টাখানেকের মধ্যে চার্জ শেষ! শুধু ফোন নয়, ল্যাপটপে কিছুক্ষণ কাজ করলেই ব্যাটারি জিরো। চার্জ ফুরিয়ে যাচ্ছে। আবার চার্জে বসাতে হয়। অনেক সময় এমন হয় যে চার্জে বসিয়ে কাজ করতে হয় ফোন বা ল্যাপটপে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণও বটে।

কিন্তু জানেন কি, কেন দ্রুত চার্জ ফুরিয়ে যাচ্ছে? এর কারণ হলো ব্যাটারি। প্রতিদিনের ব্যবহারে ব্যাটারি দুর্বল হয়ে যায়। তখন আর দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতা থাকে না। সেই কারণেই ফোন বা ল্যাপটপ বন্ধ হয়ে যায়।

আসুন এ থেকে মুক্তির উপায় জেনে নেওয়া যাক-

লিথিয়াম-আয়ন ব্যাটারির গড় আয়ু ৫০০ চার্জিং সাইকেল বা দেড় বছর। শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জকে এক চার্জিং সাইকেল বোঝানো হয়। অর্থাৎ ফোন বা ল্যাপটপের চার্জিং সাইকেল যত বেশি হবে, ব্যাটারির আয়ু তত কমতে থাকবে।

এর কারণ হল রাসয়নিক প্রতিক্রিয়া। চার্জিং চলাকালীন ডিভাইসের ভেতরে পরমাণুর স্তূপ জমতে থাকে। ফলে ব্যাটারির আয়ু কমে যায়। ব্যাটারি দীর্ঘদিন সচল রাখার জন্য কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিচ্ছেন টেক বিশেষজ্ঞরা।

তাদের মতে, বারবার ফুল চার্জ না দিয়ে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে, চার্জিংয়ের সময় যেন ফোন বা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে না যায়। এতে ব্যাটারির উপর চাপ পড়ে। আয়ু কমে যায়।

পাশাপাশি নির্ভরযোগ্য পাওয়ার স্ট্রিপ ব্যবহার করা উচিত, যাতে একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধা রয়েছে। ব্যাটারি দীর্ঘক্ষণ ভালো রাখতে শুধু সঠিক পদ্ধতিতে চার্জ করতে হবে।

দুটি পরিস্থিতিতে লিথিয়াম আয়ন ব্যাটারির উপর সবচেয়ে বেশি চাপ পড়ে। প্রথমত ফুল চার্জ দিলে। আর দ্বিতীয়ত, চার্জ একদম নেমে গেলে। ১০০ শতাংশ অর্থাৎ ফুল চার্জ করলে ক্ষতি সবচেয়ে বেশি হয়।

ফোনের চার্জ যেন একদম শূন্যে নেমে না যায়। ৮০ থেকে ৮৫ শতাংশ চার্জ হলেই যথেষ্ট। ফুল চার্জ করার দরকার নেই। নাহলে ব্যাটারির আয়ু কমে যাবে।

ব্যাটারিতে বেশি সময় চার্জ ধরে রাখতে স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে। অপ্রয়োজনীয় ফিচার যেমন লোকেশন, কিছু অ্যাপ ও নোটিফিকেশন বন্ধ রাখলেই ভাল। সঙ্গে লো পাওয়ার মোড চালু রাখুন।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।