অপরাধ দমনে ‌‘হ্যালো সিএমপি’ অ্যাপ চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৫ আগস্ট ২০২৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের নাগরিকদের সুবিধার জন্য এবং অপরাধ দমনে ‘হ্যালো সিএমপি’ অ্যাপ চালু করেছে। যে কোনো বিষয়ে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ বা তথ্য দিতে পারবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

রোববার (২৪ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে অ্যাপটি ডাউনলোড করে নগরবাসীর কাছে অপরাধের তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি কিছু দুষ্কৃতকারী ও প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মিথ্যা পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, হুমকি এবং ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সিএমপি সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে এমন উদ্যােগ নিয়েছে।

সিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অসাধু চক্র বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, সংগঠন এবং সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ্যে বা গোপনে চাঁদা দাবি করছে। একই সাথে তারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছে।

এই পরিস্থিতিতে যে কোনো চাঁদাবাজি, হুমকি বা ভয়ভীতির তথ্য সিএমপির ‘‘Hello CMP’’ অ্যাপে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। অ্যাপে দেওয়া তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

নাগরিকরা গুগল প্লে স্টোরে ‘‘Hello CMP’’ লিখে সার্চ করলে অথবা এই লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

পুলিশের প্রত্যাশা, নাগরিকদের সক্রিয় সহযোগিতায় চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এমআরএএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।