দক্ষ আইটি প্রফেশনাল গড়ছে ইউওয়াই ল্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

দেশের আইটি ট্রেনিং প্রতিষ্ঠান ইউওয়াই ল্যাব দিচ্ছে ঘরে বসে অনলাইনে কোর্স করার সুযোগ। এসব কোর্সের মধ্য রয়েছে- গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, এসইও উইথ গুগল অ্যাডসেন্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন উইথ ফ্রিল্যান্সিং ও আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন।

আরও পড়ুন: চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে

ইউওয়াই ল্যাব জানিয়েছে, তাদের প্রতিটি কোর্স রয়েছে ১৮-২৫টি লাইভ এবং রেকর্ডেড ক্লাস করার সুযোগ। কোর্সগুলো পরিচালনায় রয়েছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেইনার, যাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। প্রতিটি কোর্স করতে খরচ হবে চার হাজার টাকা। সীমিত সময়ে এই সুযোগ পাওয়া যাচ্ছে।

ইউওয়াই ল্যাবের উদ্যোক্তা একজন নারী। ২০১৬ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত ইউওয়াই ল্যাব ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে।

দক্ষ আইটি প্রফেশনাল গড়ছে ইউওয়াই ল্যাব

আরও পড়ুন: ৬ মাসে দেশে ফেসবুক ব্যবহারকারী কমেছে সোয়া কোটি

প্রতিষ্ঠানটি সাধারণত সাতটি প্রশিক্ষণ দিয়ে থাকে। অফলাইন ও অনলাইনে (ঘরে বসে) দুভাবেই প্রশিক্ষণ নিতে পারেন শিক্ষার্থীরা। অফলাইনে কোর্স ভেদে খরচ হয় ৩০ হাজার টাকা। আর ঘরে বসে অনলাইনে কোর্স করতে সাধারণত খরচ ১০ হাজার টাকা। তবে এখন সেই কোর্সগুলো চার হাজার টাকায় করা যাচ্ছে।

ইউওয়াই ল্যাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারহানা এ রহমান বলেন, আমরা নারী শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকি। নারীরা যাতে আইটি খাতে আরও বেশি করে প্রবেশ করেন, সেজন্য আমরা তাদের বেশি করে স্কলারশিপ দেই। আমরা ৯৫০ জন নারী শিক্ষার্থীদের শতভাগ স্কলারশিপ দিয়েছি। ফলে নারীরা স্কিল ডেভেলপ করে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন। ফ্রিলান্সিং মার্কেটপ্লেসেও সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার মো. শাহাদাত হোসাইন বলেন, আমরা যাদের প্রশিক্ষণ দিয়েছি তাদের অনেকে রিমোট জব করছেন। অনেকেই ফাইভার, আপওয়ার্ক এবং অন্যান্য জনপ্রিয় ফ্রিলান্সিং মার্কেটপ্লেসে শক্ত অবস্থান নিশ্চিত করেছেন।

এনএইচ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।