ই-স্কুটার দ্রুত ফুল চার্জ করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ৩০ মে ২০২৩

একদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক গাড়ির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে সবখানেই। সেজন্য একের পর এক সংস্থা নিয়ে এসেছে তাদের বৈদ্যুতিক গাড়ি, বাইক, স্কুটার। অনেকেই সিএনজি চালিত গাড়ি, বাইক ছেড়ে বৈদ্যুতিক গাড়ি, স্কুটার, বাইক কিনছেন।

তবে যারা বিদ্যুৎ বিল বেশি আসবে এটা ভেবে এই স্কুটার কিনছেন না তারা জেনে নিন দ্রুত ই-স্কুটার ফুল চার্জ করার উপায়। এভাবে শুধু ই-স্কুটার নয়, অন্যান্য ই-গাড়ি, বাইক একইভাবে চার্জ দিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কৌশল-

>> চার্জ করার সময় পাওয়ার আউটপুট থেকে কানেকশন বিচ্ছিন্ন করবেন না। চার্জ করার সময় মনে রাখবেন যে, যতক্ষণ না পুরো চার্জ হচ্ছে ততক্ষণ স্কুটার নিয়ে কোথাও বের হবেন না। অনেকে মনে করেন, যতটুকু চার্জ হয়েছে তা দিয়েই কাজ চালিয়ে নেই। কিন্তু এটা একেবারেই করবেন না। ব্যাটারিটি পুরো চার্জ না হওয়া সত্ত্বেও যখন আপনি তা চালান, তখন ব্যাটারির উপর অনেকটাই চাপ পড়ে। এতে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়।

আরও পড়ুন: বাজারে এলো হোন্ডার প্রথম ই-স্কুটার

>> খোলা জায়গায় স্কুটার চার্জ করবেন না। অনেকেই বাড়ির বাইরেখোলা জায়গায় ইলেকট্রিক স্কুটারটি চার্জ করেন। এতে অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরমের কারণে চার্জিং প্রক্রিয়া ধীর হয়ে যায়। এক্ষেত্রে, আপনার বৈদ্যুতিক স্কুটারটি চার্জ হতে দেরি হয়। তাই চেষ্টা করুন যতটা সম্ভব ছায়ায় চার্জ করার।

>> ফাস্ট চার্জার ব্যবহার করতে পারেন। ইলেকট্রিক স্কুটারটি চার্জ করার জন্য ফাস্ট চার্জার ব্যবহার করুন। ফাস্ট চার্জারের সাহায্যে আপনার ইলেকট্রিক স্কুটারটি চার্জ করলে চার্জ করার সময় অনেকটাই কমে যায়। এমনকি খুব অল্প সময়ের মধ্য়ে সেটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

>> আরেকটি ব্যাপার খেয়াল করবেন তা হচ্ছে, অবশ্যই সঠিক ও আসল চার্জার ব্যবহার করতে হবে। নকল বা অন্য চার্জার ব্যবহার করলে স্কুটার চার্জ হতে যেমন সময় লাগে তেমনি ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে।

সূত্র: রেডিস্টার

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।