হোয়াটসঅ্যাপের ভয়েস কলিং সেবা
শিগগিরই চালু হচ্ছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ভয়েস কলিং সেবা। সম্প্রতি অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড ডটএনএল হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট ফাঁস করে। স্ক্রিনশটটিতেই দেখা যায় মেসেজিং অ্যাপটিতে ভয়েস কলিং সেবা যুক্ত হচ্ছে।
এরই মধ্যে বাজারে থাকা জনপ্রিয় অনেক মেসেজিং অ্যাপ ভয়েস কলিং সেবা দিচ্ছে। ভাইবার, লাইন ও স্কাইপ এর মধ্যে অন্যতম। তবে এ প্রতিষ্ঠানগুলো তাদের ভয়েস মেসেজিং সেবা বিনামূল্যেই গ্রাহককে সরবরাহ করছে। কিন্তু হোয়াটসঅ্যাপের সেবাটি বিনামূল্যে সরবরাহ হবে কিনা, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
এর আগে গুঞ্জন ছিল, চলতি বছরই হোয়াটসঅ্যাপ তাদের ভয়েস কলিং অ্যাপটি বাজারে আনছে। কিন্তু এখনো এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, নতুন সেবা মেসেজিং অ্যাপটির জনপ্রিয়তা অনেকাংশে বাড়াবে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে কিনতে সম্মত হয় ফেসবুক। প্রাথমিকভাবে চুক্তিটির মূল্য ছিল ১ হাজার ৯০০ কোটি ডলার। পরবর্তীতে অক্টোবরে এসে অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত করার সময় ২ হাজার ২০০ কোটি ডলারে হোয়াসটঅ্যাপকে কিনে নেয় ফেসবুক।