সনির গেম স্ট্রিমিং সেবা স্যামসাংয়ে


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

সনির গেম স্ট্রিমিং সেবা প্লেস্টেশন নাউ যুক্ত হচ্ছে স্যামসাংয়ের স্মার্ট টেলিভিশনে। আগামী বছরের প্রথমার্ধে গ্রাহকরা স্যামসাংয়ের স্মার্ট টিভিতে এ সেবা পাবেন। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটি প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানা যায়।

নতুন সেবাটির কারণে কোরীয় প্রতিষ্ঠান স্যামসাংয়ের স্মার্ট টেলিভিশন প্লাটফর্মের গ্রহণযোগ্যতা অনেকাংশে বাড়বে। প্রথমে যুক্তরাষ্ট্র ও কানাডায় সেবাটি সরবরাহ করা হবে। পরে বিশ্বের অন্যান্য বাজারেও সেবাটি সরবরাহ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির।

সনির সেবাটি স্যামসাংয়ের স্মার্ট টেলিভিশনে অ্যাপ আকারে আসবে। গ্রাহক তার ইচ্ছামতো সেবাটি নিয়ন্ত্রণ করতে পারবেন। আগামী বছরের কনজিউমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) সেবাটির পরিসর আরো বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। সে সময় গ্রাহকরা চাইলে স্যামসাং স্মার্ট টেলিভিশন প্লাটফর্মের মাধ্যমে প্লেস্টেশন থ্রির প্রায় ২০০-এর মতো গেম খেলতে পারবেন। উল্লেখ্য, সনির প্লেস্টেশন নাউ সেবাটি চলতি বছরের সিইএস আয়োজনের মাধ্যমে বাজারে এসেছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।