জিডিজি বাংলার আয়োজনে শেষ হল গুগল আইও এক্সটেনডেড


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৭ জুন ২০১৬

সকাল ৮ টায় শুরু হয় নিবন্ধন পর্ব। সম্মেলনে ৭০০ জন আমন্ত্রণ পাওয়া ছেলেমেয়েরা ব্যস্ত হয়ে পড়েন নিবন্ধনে। আর এর মধ্যে দিয়ে ঢাকায় শুরু হয় গুগল আইও এক্সটেনডেড। গত মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হয় গুগলের সবচেয়ে বড় ডেভেলপার সম্মেলন গুগল আইও। গুগল নতুন কি কি প্রযুক্তি নিয়ে আসছে তা সহ আইও এর আদলে আজ ঢাকায় গুগল আইও এক্সটেনডেড সম্মেলনের আয়োজন করে গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) বাংলা।

আজ শুক্রবার ঢাকার কারওয়ান বাজারের টিসিবি ভবন মিলনায়তনে এই সম্মেলন শুরু হয় সকাল ৯টায় আর শেষ হয় দুপর ১ টায়। গুগল আইও এর কি-নোট ছাড়াও এই আয়োজনের মধ্যে ছিলো বেশ কিছু প্রযুক্তি বিষয়ক সেমিনার। ছিলো ‘টুয়ার্ডস বিলিয়ন’ শীর্ষক বিশেষ আলোচনা। বাংলাদেশের মোবাইল বা ইন্টারনেট নির্ভর বিভিন্ন সেবার কি অবস্থা কিংবা শতকোটি মানুষের জন্য কোন অ্যাপ্লিকেশন তৈরির জন্য আমরা কতটা প্রস্তুত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এখানে।

গুগল আইও এক্সটেনডেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাহমুদুল হাসান, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশরাফ আবীর, গ্রামীণফোনের হেড অব টেলিনর ডিজিটাল প্রোডাক্টস ফারহানা ইসলাম, ফুড পান্ডার ব্যবস্থাপনা পরিচালক আমবারিন রেজা এবং জিডিজি বাংলার উপদেষ্টা ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান কাজী হাসান রবিন। এই সেশনটি পরিচালনা করবেন গ্রামীণফোনের হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস খায়রুল বাশার।

এর আগে গুগল আইও এক্সটেনডেড এর মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদশে গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালটেন্ট হাশমী রাফসাজান। মোটিভেশনার আরেকটি সেশন পরিচালনা করবেন কমেডিয়ান নাভিদ মাহবুব। গুগলে বাংলা নিয়ে কি কাজ হয়েছে তা তুলে ধরেন জিডিজি বাংলার ব্যবস্থাপক এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খান মোহাম্মদ আনোয়ারুস সালাম।

আরও বক্তব্য রাখেন জিডিজি বাংলার উপদেষ্টা মুনির হাসান ও পল্লব মোহাইমেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস।

উল্লেখ্য, এই সম্মেলনে অংশ নিতে দুই দিনে ৫ হাজার ছেলেমেয়ে নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে ৭০০ জন আমন্ত্রণ জানানো হয়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।