রিয়েলমির নতুন স্মার্টওয়াচ, ১৬ দিন চার্জ থাকবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৫
রিয়েলমি ওয়াচ ৫

স্মার্টওয়াচ ব্র্যান্ড রিয়েলমির নতুন স্মার্টওয়াচ এনেছে। রিয়েলমি ওয়াচ ৫ বড় অ্যামোলেড ডিসপ্লে, স্বাধীন জিপিএস এবং স্বাস্থ্য ও ফিটনেস ফিচার সহ এসেছে। একবার পুরো চার্জ দিলে ১৬ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়া আরও অসংখ্য সুবিধা পাবেন এতে।

রিয়েলমি ওয়াচ ৫-এ ১.৯৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ৩৯০ × ৪৫০, রিফ্রেশ রেট ৬০হার্জ এবং উজ্জ্বলতা ৬০০ নিট পর্যন্ত। এটি একটি ২ডি ফ্ল্যাট গ্লাস কভার এবং ধাতব ইউনিবডি ডিজাইনের মধ্যে একটি অ্যালুমিনিয়াম-অ্যালয় ফাংশনাল ক্রাউন ব্যবহার করে। ডিজাইনে মধুচক্র স্পিকারের গর্ত এবং একটি নতুন ৩ডি-ওয়েভ স্ট্র্যাপও রয়েছে।

রিয়েলমির সর্বশেষ ওয়াচ ৫ ব্লুটুথ কলিং, এনএফসি এবং ৩০০ টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচ ফেস সমর্থন করে। এতে পাঁচটি জিএনএসএস সিস্টেম দ্বারা সমর্থিত স্বাধীন জিপিএস রয়েছে এবং এটি ১০৮টি স্পোর্টস মোড, গাইডেড ওয়ার্কআউট, স্ট্রেচিং টুল এবং রিয়েলমি লিঙ্ক অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেশন অফার করে।

এই স্মার্টওয়াচে স্বাস্থ্য পর্যবেক্ষণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে হৃদস্পন্দন ট্র্যাকিং, SpO2 পরিমাপ, ঘুম পর্যবেক্ষণ, স্ট্রেস ট্র্যাকিং এবং মাসিক ব্যবস্থাপনা। ঘড়িটি তিনটি শ্বাস-প্রশ্বাস প্রশিক্ষণ মোড এবং সঙ্গীত নিয়ন্ত্রণ, কম্পাস এবং একটি ব্যক্তিগত কোচের মতো বৈশিষ্ট্য।

কোম্পানির মতে, রিয়েলমির সর্বশেষ ওয়াচ ৫ এর ব্যাটারি লাইফ স্ট্যান্ডার্ড ব্যবহারের জন্য ১৬ দিন পর্যন্ত এবং লাইট মোডে ২০ দিন পর্যন্ত টিকে থাকার জন্য রেট করা হয়েছে। ধুলা এবং পানি প্রতিরোধের জন্য স্মার্টওয়াচটি IP68 রেটিং বহন করে।

ভারতে রিয়েলমি ওয়াচ ৫ এর দাম ৪ হাজার ৪৯৯ রুপি। স্মার্টওয়াচটি টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, মিন্ট ব্লু এবং ভাইব্রেন্ট অরেঞ্জ রঙের বিকল্পে পাওয়া যাবে।

আরও পড়ুন
স্মার্টওয়াচে কেন নিজের ছবি বসাচ্ছেন ব্যবহারকারীরা?
একবার চার্জে ৩৩ দিন চলবে এই স্মার্টওয়াচ

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।