স্বাভাবিক অবস্থায় টুইটার
স্বাভাবিক অবস্থায় ফিরেছে শীর্ষ মাইক্রোব্লগিং সাইট টুইটারের সেবা। টানা এক সপ্তাহ কারিগরি ক্রটি থাকার পর স্বাভাবিক হল এই সাইটটি।
এর আগে গত ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১১টা ৩৭ মিনিট পর্যন্ত বন্ধ ছিল টুইটারের সেবা। গত ৩০ ডিসেম্বরও বিশ্বব্যাপী প্রায় পৌনে ২ ঘণ্টা বন্ধ ছিল সাইটটির সেবা। সে সময় টুইটারের সাইটে লগইন করা গেলেও টুইট আদান-প্রদান করা যায়নি।
টুইটারের পক্ষ থেকে এক বিবৃতিতে তাদের সেবা স্বাভাবিক অবস্থায় ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। তবে এটি সাইবার হামলার কারণে ঘটেছে কিনা, তা নিশ্চিত করা হয়নি। মাইক্রোব্লগিং সাইটটির বর্তমান মাসিক সক্রিয় ব্যবহারকারী ২৮ কোটি ৪০ লাখ।