প্রথমবারের মতো নারীদের জন্য ‘মায়া আপা’ অ্যাপ
বাংলাদেশের নারীদের বিভিন্ন তথ্যসেবা দিতে প্রথমবারের মতো চালু হলো মোবাইল অ্যাপ। গতকাল বাংলা এবং ইংরেজি দুই ভাষায়ই যাত্রা করেছে ‘মায়া আপা’ অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে যে কেউ এ অ্যাপটি বিনামূল্যে নামাতে পারবেন। ব্র্যাকের অংশীদারিত্ব এবং সহযোগিতায় মায়া ডটকম ডট বিডি নারীদের পরামর্শ সহায়তা দিতে অ্যাপটি বাজারে ছেড়েছে।
‘মায়া আপা’ অ্যান্ড্রয়েডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বাস্থ্য-সংক্রান্তসহ সামাজিক ও আইনি সমস্যা সমাধানে পরামর্শ পাবেন। ব্যবহারকারী তার পরিচয় গোপন রেখে অ্যাপটির মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন। আর তারা বিশেষজ্ঞদের কাছ থেকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিষয়ের সমাধানে প্রয়োজনীয় জবাব পাবেন।
অ্যাপটি ব্যবহারে শুধু একটি ই-মেইল ঠিকানাই যথেষ্ট। চিকিত্সক, আইনজীবী ও মনোসামাজিক পরামর্শকদের সমন্বয়ে গড়া একটি দল এ মোবাইল অ্যাপটির মাধ্যমে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেবেন। তারা বাংলা ভাষার প্রশ্নের উত্তর বাংলায় এবং ইংরেজি ভাষার প্রশ্নের উত্তর ইংরেজিতেই দেবেন।
যে কোনো ধরনের অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে ব্যবহার করা যায় বলে অনেকেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শীপা হাফিজা বলেন, ‘এ অ্যাপ্লিকেশনটি শুধু যে তথ্য ও সেবার জগতে সারা দেশের নারীদের প্রবেশ নিশ্চিত করবে তাই নয়, সহযোগিতামূলক একটি সমাজ গড়তে জাতীয় ঐকমত্য তৈরিতেও সাহায্য করবে।’
আসিয়া খালেদা নীলা ও সুব্রামি মৌটুসী মৌ নামের এ দুই তরুণী সফটওয়্যার প্রকৌশলীর যৌথ প্রয়াসে এ অ্যাপটি তৈরি হয়েছে। নীলা ও মৌটুসীর মতে, তাদের তৈরি এ অ্যাপ্লিকেশনটি হাজারো মোবাইল অ্যাপের চেয়ে আলাদা ও প্রযুক্তির হাত দিয়ে নারীর ক্ষমতায়নের একটি মাধ্যম। বিজ্ঞপ্তি
আরআইপি