স্মার্টফোনেই জানা যাবে ব্যবহারকারীর অবস্থান
জিপিএস বা ওয়াই-ফাই সংযোগ না থাকলেও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা পর্যালোচনা করে ব্যবহারকারীদের স্মার্টফোনের অবস্থানের তথ্য জানা সম্ভব। জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তিন গবেষক। এ কাজে সক্ষম অ্যাপও তৈরি করেছেন তাঁরা।
তাঁদের মতে, চলতি পথে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারের সিগন্যালের খোঁজ পেতে বেশি ব্যাটারি খরচ হয় স্মার্টফোনে। বিশেষ ধরনের অ্যাপের সাহায্যে ব্যাটারির অতিরিক্ত খরচের হিসাব কষে স্মার্টফোনের অবস্থান জানা যায়।
আরআইপি