ভূমিকম্পের পূর্বাভাস দেবে স্মার্টফোন!


প্রকাশিত: ১০:২৭ এএম, ১২ এপ্রিল ২০১৫

ভূমিকম্পের আগ মুহূর্তেই বিভিন্ন তথ্য-উপাত্ত এবং শারীরিক সুস্থতা নির্ণায়ক (ফিটনেস ট্র্যাকার) প্রযুক্তির সাহায্যে স্মার্টফোন ভূমিকম্পের সংকেত দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। সায়েন্স সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

গত বছর ক্যালিফোর্নিয়ার ন্যাপা ভ্যালি এলাকায় রিখটার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্প হওয়ার সময় প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান জোবোনের তৈরি ফিটনেস ট্র্যাকারের সেন্সরগুলো (সংবেদী) বার্কলে, ওকল্যান্ড এবং সান হোসে এলাকার মানুষের শরীরে ভূকম্পনজনিত পরিবর্তনগুলো চিহ্নিত করতে সমর্থ হয়। এতে দেখা যায়, ভূমিকম্পের আগ মুহূর্তে সেখানকার মানুষের ঘুমের ধরনে সকালের দিকে আকস্মিক পরিবর্তন ঘটে।

গবেষকেরা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়ার জন্য বিভিন্ন উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের ওপর ক্রমশ বেশি বেশি গুরুত্ব দিচ্ছেন। পূর্ববর্তী গবেষণায় দেখা যায়, কোনো ভূমিকম্পের পর ঘটনাস্থলে পৌঁছানো, তথ্য সংগ্রহ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার তথ্য বিশ্লেষণ করার মধ্য দিয়ে পূর্বাভাসের ব্যাপারে নানা ইঙ্গিত পাওয়া যায়। আর সর্বশেষ গবেষণায় ওই কাজে স্মার্টফোনের উপযোগিতা খতিয়ে দেখা হচ্ছে।

গবেষকেরা বলেন, ইন্টারনেট বর্তমানে অনেকটা সারা পৃথিবীতে স্নায়ুতন্ত্রের মতো। ভূমিকম্পের ব্যাপারে কর্তৃপক্ষ ও জনসাধারণের কাছে দ্রুত তথ্য পৌঁছে দিতে চাইলে ইন্টারনেটের সাহায্য নিতে হবে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।