ইয়াহু`র নতুন ভিডিও সিরিজ


প্রকাশিত: ০২:৩৯ এএম, ০১ মে ২০১৫

অনলাইনে বিস্তৃতি বাড়াচ্ছে ইন্টারনেট জগতের শক্তিশালী প্রতিষ্ঠান ইয়াহু। ওয়েবসাইট ট্রাফিকিং বাড়ানোর উদ্দেশ্য নিয়ে ১৮টি নতুন ভিডিও সিরিজ ছাড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর এএফপি।

প্রতিষ্ঠানটিকে প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার। কিন্তু পর্যবেক্ষণ করে বোঝা গেছে, গুগলের তুলনায় বাজারে এখনো অনেক পিছিয়ে প্রতিষ্ঠানটি। ইয়াহুর ব্যবসা লাভের পথে ফিরিয়ে আনার প্রয়াস হিসেবেই অনলাইনে ছাড়া হচ্ছে ভিডিও সিরিজগুলো।

ভিডিও সিরিজগুলোর মধ্যে ১৪টি ইয়াহুর ডিজিটাল ম্যাগাজিনগুলোয় দেখা যাবে। এ সিরিজগুলোয় সৌন্দর্য, শো-বিজ ও অর্থনীতিকে প্রাধান্য দেয়া হবে। সুপার মডেল নাওমি ক্যাম্পবেলের ওপর নির্ভর করে ‘আই অ্যাম নাওমি’, মিশেল রদ্রিগেজকে কেন্দ্র করে ‘রাইডিং শটগান’-এর মতো সিরিজ তৈরি করা হয়েছে।

তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে মিউজিকের ওপর ভিত্তি করেও বেশকিছু সিরিজ তৈরি করা হয়েছে। আর এ ভিডিওগুলোয় সরাসরি সঙ্গীত উৎসব প্রচারের জন্য চুক্তি করা হচ্ছে আইহার্টমিডিয়া ও লাইভ নেশনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে। ডিজিটাল যুগের তরুণ প্রজন্মকে উদ্দেশ করে তৈরি করা হচ্ছে কমেডি শো দ্য পারসুইট।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।