ব্যবহারকারীদের আগ্রহকে গুরুত্ব দেয় ফেসবুক


প্রকাশিত: ০৮:১৯ এএম, ১১ মে ২০১৫

সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীদের আগ্রহকে গুরুত্ব দিচ্ছে ফেসবুক। ফেসবুক ব্যবহারকারী তাদের লিখা পোস্ট এবং আপডেট করার পর এগুলো ব্যবহারকারীর ইচ্ছানুযায়ীই তার টাইমলাইনে চলে আসে। টাইমলাইনে স্থায়ীভাবে থেকে যায়।

সম্প্রতি আমেরিকার নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ১০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীকে বিবেচনায় নিয়ে একটি গবেষণা করা হয়। গবেষণায় দেখা যায়, এই ওয়েবসাইটটি এমন এক ধরনের ফিল্টার আলগরিদম ব্যবহার করেন যেখানে ফেসবুক ব্যবহারকারীদের টাইমলাইন তাদের কাঙ্ক্ষিত জায়গায় পর্যন্ত চলে আসে।  

আবার ব্যবহারকারীর অপছন্দ এমন অনেক ইস্যু রয়েছে যেগুলো তার টাইমলাইন এড়িয়ে যায়। প্রকৃতপক্ষে সেগুলো তিনি দেখতে পান না। এদিক থেকে ব্যবহারকারীদের আগ্রকেই প্রাধান্য দেয় ফেসবুক।

ফিল্টার আলগরিদমের ভিত্তি হলো কোনো পোস্ট বা লিখার ওপর ব্যবহারকারীর পূর্ববর্তী ক্লিক। এর ওপর নির্ভর করে তিনি কোনগুলো পছন্দ করেন আর কোনগুলো পছন্দ করেন না।
 
বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।