অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ এএম, ১০ নভেম্বর ২০১৭

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগে মামলা করেছে কোরফটোনিক্স নামে একটি ইসরায়েলি সংস্থা। ওই সংস্থার দাবি, তাদের ডুয়াল ক্যামেরা প্রযুক্তি চুরি করেছে অ্যাপল। এই অভিযোগে ক্যালিফোর্নিয়ার স্যান হোসে আদালতে মামলা করেছে প্রতিষ্ঠানটি।

কোরফটোনিক্সের দাবি, তাদের পেটেন্ট করা ডুয়াল ক্যামেরা প্রযুক্তি অনুমতি না নিয়ে আইফোন ৭ প্লাস ও আইফোন ৮ প্লাসে ব্যবহার করেছে অ্যাপল। আবেদনে দাবি করা হয়েছে, ওই প্রযুক্তি বিক্রির জন্য অ্যাপলের কাছে গিয়েছিল কোরফটোনিক্স। অ্যাপল প্রযুক্তিটির প্রশংসা করলেও সেটি কিনে নেয়নি।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তবে অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এআরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।