ফেসবুকে ভেরিফায়েড হলো বাংলা উইকিপিডিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ফেসবুকের ভেরিফায়েড হলো বাংলা উইকিপিডিয়ার পেইজ। ২০১২ সালের ৩ এপ্রিল খোলা এই পেইজে শনিবার ব্লু ব্যাজ দেয় ফেসবুক।

ইন্টারনেট ব্যবহারকারীদের সাথে বাংলা উইকিপিডিয়ার পরিচয় করিয়ে দিতে এবং বাংলা উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই ফেসবুকে বাংলা উইকিপিডিয়ার উপস্থিতি। উইকিপিডিয়ার মূলনীতিই যেহেতু এমন একটি পৃথিবী যেখানে সমস্ত জ্ঞানে সবার উন্মুক্ত প্রবেশাধিকার থাকবে। তাই এ মাধ্যমেও বাংলা ভাষায় মুক্ত জ্ঞান ছড়িয়ে দিতে বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেইজের যাত্রা শুরু হয়।

বিজ্ঞাপন

বিভিন্ন সময়ে ফেসবুকে বাংলা উইকিপিডিয়ার নামে বিভিন্ন ভুয়া পেইজ এবং সেগুলো থেকে মানহীন ও অপ্রাসঙ্গিক তথ্য শেয়ার করার হতো। অফিসিয়াল পেইজটি ভেরিফায়েড হওয়ার কারণে তা বন্ধ হবে বলে মনে করছেন প্রশাসকরা।

বর্তমানে বাংলা উইকিপিডিয়ার পেইজে ৭৩ হাজার অনুসারী রয়েছে। ঠিকানা: www.facebook.com/bnwikipedia

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।