শিশু শুভমের সংস্থায় বিনিয়োগ করবে ইনটেল


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৬ নভেম্বর ২০১৪

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভুত ১৩ বছর বয়সী শুভম বন্দ্যোপাধ্যায়ের সংস্থায় বিনিয়োগ করবে ইনটেল। দৃষ্টিহীনদের জন্য কম দামে ব্রেইল প্রিন্টার তৈরি করেছে এই কিশোর।
 
গত গ্রীষ্মে ইনটেল সংস্থার ‘ইনটেল এডিসন চিপ’ বানানোর কাজ করছিল শুভম। সেপ্টেম্বরে শুভমকে এডিসনের বিষয়ে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানায় ইনটেল।

ইনটেলের মাইক বেল ঘোষণা করেন, শুভমের সংস্থা ‘ব্রেইগো ল্যাবস’-এ বিনিয়োগ করবে ইনটেল। এতদিন পর্যন্ত শুভমের বাবাই এই সংস্থায় একমাত্র বিনিয়োগকারী ছিলেন। কত বিনিয়োগ করতে চলেছে, তা নিয়ে জানা যায়নি। এর আগে ‘ভেঞ্চার ক্যাপিটাল’ কাকে বলে, নাকি জানতেনই না শুভম। -বিবিসি

          শুভম বন্দ্যোপাধ্যায়ের তৈরিকৃত কম দামের ব্রেইল প্রিন্টার

বিজ্ঞাপন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।