বেতন বৃদ্ধির দাবি উদ্ভট : গ্রামীণফোনের প্রধান নির্বাহী


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৩ মার্চ ২০১৬

গ্রামীণফোন সেলারি বাস্তবায়ন কমিটির বেতন ভাতা বৃদ্ধির দাবিকে উদ্ভট বলে উড়িয়ে দিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি। বৃহস্পতিবার গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে এক সমাবেশে এ দাবি উত্থাপন করা হলে একই সমাবেশে প্রধান নির্বাহী এসে এমপ্লয়িদের সঙ্গে সমাবেশে যোগ দেন। এক পর্যায়ে কিছু বলতে চাইলে তাকে হ্যান্ড মাইক দেয়া হয়।

বক্তারা বক্তব্য শুরু করার প্রথম থেকেই সেখানে উপস্থিত হন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠিসহ ম্যানেজমেন্টের প্রায় সকল কর্মকর্তা। সবার বক্তব্য শোনার পর রাজীব বলেন, আমার দরজা সবার জন্য খোলা আছে। কারো ব্যক্তিগত কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এভাবে পরিবেশ নষ্ট করবেন না।

তিনি বলেন, যারা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে তারা অযৌক্তিক কাজ করছে। এছাড়া এই প্রক্রিয়ায় কোনোভাবেই বেতন বৃদ্ধি হবে না বলে সাফ জানিয়ে দেন রাজীব শেঠি।

আরএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।