বাংলালিংক ও ইন্ট্রাকো সিএনজির মধ্যে চুক্তি স্বাক্ষর


প্রকাশিত: ১০:০৯ এএম, ১২ মার্চ ২০১৬

দেশের অন্যতম শীর্ষ মোবাইল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এর সঙ্গে ইন্ট্রাকো সিএনজি লিমিটেডের পার্টনারশিপ ক্যাম্পেইন শুরু করেছে। এর ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ০৮ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সিএনজি কনভারসনে ২০% ছাড় উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, এই ক্যাম্পেইন শেষে প্রিয়জন গ্রাহকরা ১ মে ২০১৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত ১৭% ছাড় উপভোগ করার সুযোগ পাবেন।

বাংলালিংক-এর প্রধান কার্যালয় টাইগারর্স ডেনে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। বাংলালিংক-এর হেড অব সিবিএম-বি২সি মার্কেটিং মো: মাহবুবুল আলম ভূঁইয়া এবং ইন্ট্রাকো সিএনজি লি: এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইরাদ আলী এ চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলালিংক-এর হেড অব সিবিএম-বি২সি মার্কেটিং মো: মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, এই অফার বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের ইন্ট্রাকো সিএনজি লি: থেকে সেবা নেওয়ার ক্ষেত্রে উপকৃত করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর লয়্যালটি এন্ড পার্টনারশিপ ম্যানেজার, মার্কেটিং, সামনুন মুহেব চৌধুরী; লয়্যালটি এন্ড পার্টনারশিপ সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং, ইয়াসির আরাফাত হোসেন; ইন্ট্রাকো সিএনজির লি: এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার নাসির আহমেদ; চিফ ইঞ্জিনিয়ার আশফাক নাবিল; এসিসট্যান্ট ম্যানেজার কাজী মাহাবুবা আকতার; এসিসট্যান্ট ম্যানেজার সুব্রংশু বড়ুয়া। বিজ্ঞপ্তি।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।