স্মার্টফোনের ক্যামেরা পরিষ্কার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৬ জুন ২০২৩

অনেক নামিদামি ব্র্যান্ডের স্মার্টকেনার কিছুদিন পর থেকেই দেখা যায় ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে। ভালো কোয়ালিটির ক্যামেরাসহ ফোন কিনলেও একই পরিস্থিতিতে পড়তে হয়। এটি হওয়ার অনেক কারণ হতে পারে। তবে ক্যামেরা পরিষ্কার না করলেও এমনটা হতে পারে।

তবে ক্যামেরা ঠিকভাবে পরিষ্কার করতে না পারলে বা ভুল পদ্ধতি ক্যামেরা পরিষ্কার করলে ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। তাই জেনে নিন স্মার্টফোনের ক্যামেরা পরিষ্কার করার সঠিক পদ্ধতি-

>> স্মার্টফোন ব্যবহার ক্ষেত্রে সতর্ক হোন। বাড়িতে-অফিসে ফোনটি পরিষ্কার জায়গায় রাখুন, যাতে ধুলা না লাগে। এতে ফোনের ক্যামেরা পরিষ্কার থাকে।

>> স্মার্টফোনের ক্যামেরা পরিষ্কার করার সময় ফোনটি সুইচ অফ করে রাখুন, যেন কোনো সমস্যা না হয়।

>> ক্যামেরা পরিষ্কার করতে একটি নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। মোটা কাপড় বা শক্ত টিস্যু দিয়ে ক্যামেরা পরিষ্কার করবেন না। কারণ এতে ক্যামেরার কাঁচে দাগ পড়ে যেতে পারে।

আরও পড়ুন: তথ্য চুরি ঠেকাতে ফোনের এই অপশনটি বন্ধ রাখুন 

>> লেন্স ক্লিনারও ব্যবহার করতে পারেন। ক্যামেরার পাশাপাশি এলইডি লাইট, সেন্সর ইত্যাদি পরিষ্কার করুন। এতে ছবি একেবারে ঝকঝকে আসবে। আপনি অনলাইনেও এই লেন্স ক্লিনার কিনতে পারবেন।

>> লেন্স ক্লিনার সরাসরি ক্যামেরায় লাগাবেন না, এতে ক্যামেরা এবং ফোনের ক্ষতি হতে পারে। এছাড়া ক্যামেরা পরিষ্কার করার সময়, হাত দিয়ে খুব বেশি চাপ দেবেন না। কাপড় ছাড়া ক্যামেরা স্পর্শ করবেন না।

>> স্প্রে স্ক্রিন ব্যবহার করতে পারেন। স্মার্টফোনের ক্যামেরা পরিষ্কার করতে ভুলেও পানি ব্যবহার করবেন না। ফোনের ভেতরে পানি গেলে মাদার বোর্ডের ক্ষতি হতে পারে।

>> ভেজা কাপড় দিয়েও ক্যামেরা পরিষ্কার করা উচিত নয়।

>> হার্ড ব্রাশ দিয়ে ক্যামেরা পরিষ্কার করবেন না। বেশিরভাগ মানুষ স্মার্টফোন পরিষ্কার করার জন্য ব্রাশ ব্যবহার করেন। যদি তা নরম হয়, তাহলে কোনো সমস্যা নেই। তবে প্রায়শই ক্যামেরার উপর দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।