স্কাইপের নতুন সংস্করণ


প্রকাশিত: ০৩:১৭ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

উইন্ডোজ ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম প্লাটফর্মের জন্য ইন্টারনেটকেন্দ্রিক ভিডিও চ্যাট এবং ভয়েস কল সেবাদাতা অ্যাপ স্কাইপের হালনাগাদ সংস্করণ এনেছে মাইক্রোসফট।

উইন্ডোজ প্লাটফর্মের জন্য নতুন সংস্করণটি স্কাইপ ৭.০ এবং উইন্ডোজ ফোন প্লাটফর্মের জন্য স্কাইপ ২.২৫। উভয় অ্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ করা হয়েছে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। খবর এনডিটিভি।

জানা যায়, উইন্ডোজ প্লাটফর্মের জন্য ৭.০ অ্যাপটি যাতে টাচ সমর্থন করে সেভাবে উন্নয়ন করা হয়েছে, যা ব্যবহারকারীদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। এছাড়া উইন্ডোজ ফোন প্লাটফর্মের জন্য স্কাইপ ২.২৫ সংস্করণটিতে ইমোটিকন যোগ করা হয়েছে।

এছাড়া অ্যাপটির মেসেজ ম্যানেজমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন অ্যাপটিতে মেসেজ মুছে ফেলতে পারবেন ব্যবহারকারীরা, যা ফোন প্লাটফর্মের আগের সংস্করণটিতে ছিল না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।