বন্ধ হচ্ছে গুগল নিউজ


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

অনলাইন সার্চ ইঞ্জিন গুগল স্পেনে তাদের সংবাদ পরিবেশ পরিষেবা বন্ধ করে দিচ্ছে। কপিরাইট সংক্রান্ত এক নয়া আইন স্পেনে হওয়ায় গুগল এই সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি। গুগলের তরফে জানানো হয়েছে, স্পেনে নয়া আইন কার্যকর হবে আগামী জানুয়ারি। তার আগে, ১৬ ডিসেম্বর থেকে স্পেনে গুগল নিউজ সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।

স্পেনের নতুন কপিরাইট আইনে বলা হয়েছে, গুগল নিউজ-সহ অন্যান্য সাইটগুলো স্পেনের পত্র-পত্রিকা ও প্রকাশনার যে কোনও ‘কন্টেন্ট’ নিজেদের সাইটে আপলোড করলে, বিনিময়ে তাদের অর্থমূল্য চোকাতে হবে।

আর গুগল এই আইনের তীব্র বিরোধিতা করেছে। গুগলের দাবি, তাদের ‘নিউজ সার্ভিস’ থেকে কোনো অর্থ আমদানি হয় না। গুগল সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেয়। সুতরাং গুগলও এর জন্য কাউকে কোনও অর্থমূল্য দিতে পারবে না। বুধবার গুগল নিউজের প্রধান কার্যনির্বাহি রিচার্ড গিনগ্রাস এক ব্লগ পোস্টে এই তথ্য প্রকাশ করেন।

তিনি স্পেনের এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, এই ধরনের আইন টিকবে না। কারণ, প্রকাশকরা গুগল নিউজে তাদের ‘কন্টেন্ট’ প্রকাশ করে বরং লাভবান হতো। নিজেদের কন্টেন্ট গুগল নিউজে প্রকাশের মাধ্যমে তাদের সাইটে ভিজিটরের সংখ্যা বেড়ে যেতো। যা থেকে প্রকাশকদেরই বাড়তি আয় হতো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।