বিটিআরসি চেয়ারম্যান

১৫ অক্টোবরের পর ডাটা প্যাকেজ নিয়ে প্রতারণা বন্ধ হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৭ অক্টোবর ২০২৩

ডাটা প্যাকেজ নিয়ে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো যে ‘প্রতারণা’ করছে, তা ১৫ অক্টোবরের পর বন্ধ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

তিনি বলেন, ‘আমরা এক দেশে এক রেট করে ইন্টারনেট সুলভ করেছি। ডাটা প্যাকেজ নিয়ে যে ধোঁয়াশা বা প্রতারণা চলছে, তাও আগামী ১৫ অক্টোবরের পর কেটে যাবে, সব বন্ধ হবে। তিনদিনের প্যাকেজ সাত দিনে বাড়িয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ৮৫টি প্যাকেজ থেকে ৪০টি প্যাকেজে নামিয়ে এনেছি।’

আরও পড়ুন: ১৫ অক্টোবর থেকে ইন্টারনেট ডেটার ৩ দিনের প্যাকেজ থাকছে না

শুক্রবার (৬ অক্টোবর) রাতে চতুর্থ উই সম্মেলনে আয়োজিত প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা কনভেনশেন সেন্টারে ‘শেল্ডিং দ্য ডিজিটাল রিলেম: ইনসাইট ইনটু ডিজিটাল কানেকটিভিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক এ প্যানেল আলোচনা হয়।

শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘নারীরা যাতে ই-কমার্স সেক্টরে এগিয়ে আসতে পারেন, সেজন্য শহরের সঙ্গে সঙ্গে গ্রামেও কম দামে ইন্টারনেট পৌঁছে দিয়েছি আমরা। ফেসবুকের কনটেন্ট নিয়ে সমস্যা হয়। সেগুলো নিরসনে প্রায় সময়েই আমরা তাদের সঙ্গে কথা বলি, সামনের দিনেও বলবো।’

আরও পড়ুন: বন্ধ হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট ডেটা প্যাকেজ

বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা সবসময় উইমেন ফ্রেন্ডলি (নারীবান্ধব) পলিসি করি। আপনাদের অনেকেই বিষয়টি জানেন না, দেখেনও না। ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় কিছু পলিসি বিষয়ে কাজ করা এখনো বাকি। সেটা নিয়ে ফেসবুক-ইউটিউবের সঙ্গে আমাদের দেনদরবার হচ্ছে। আমরা প্রতি প্রান্তিকে ফেসবুক, ইউটিউব ও টিকটকের সঙ্গে বৈঠক করি। আপত্তিকর কনটেন্ট নামিয়ে ফেলতে কাজ করি।’

প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ই-ক্যাব পরিচালক ইলমুল হক সজীব। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি বিভাগের এডিসি নাজমুল ইসলাম, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা প্রমুখ।

এএএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।