বঙ্কিমচন্দ্রের মজার ঘটনা: আপদ ও বিপদের মধ্যে পার্থক্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ১১ মে ২০২২

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। অন্যদিকে তিনি ছিলেন খুব রসিক মানুষ।

বঙ্কিমচন্দ্র ছিলেন ইংরেজ শাসনামলের প্রথম বাঙালি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট হতে গিয়ে অন্য সবার মতো তাকেও ইন্টারভিউ দিতে হয়েছিল।

বিজ্ঞাপন

তখন ইংরেজ আমল, তাই পরীক্ষকও ছিলেন একজন ইংরেজ। পরীক্ষার নানা বিষয়ের মধ্যে একটি ছিল বাংলা ভাষায় কার কতটুকু দখল রয়েছে। স্বভাবতই বাংলা ভাষার দক্ষতার পরীক্ষাও নিচ্ছিলেন একজন ইংরেজ পরীক্ষক।

সেই ইংরেজ পরীক্ষক ইন্টারভিউর এক পর্যায়ে বঙ্কিমচন্দ্রকে প্রশ্ন করলেন, টুমি নাকি বাংলা জানো? টাহলে বলো যে, হোয়াটস দ্য ডিফরেন্স বিটুইন ‘আপড’ অ্যান্ড ‘বিপড’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বঙ্কিমচন্দ্র উত্তর দিলেন, ধরুন আমি নৌকায় চড়ে নদী পার হচ্ছি এমন সময় প্রচণ্ড ঝড় উঠল, এটা হচ্ছে বিপদ। আর এই যে আমি একজন বাঙালি হয়েও ইংরেজের কাছে বাংলার পরীক্ষা দিচ্ছি এটা হচ্ছে আপদ।

লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।