বিশ্বকবির মজার ঘটনা: ধাঁধা

রবীন্দ্রনাথ ঠাকুর মানুষটি একেবারেই রাশভারী ব্যক্তি ছিলেন না। বরং বেশ রসিক মানুষ ছিলেন বলেই জানা যায়। যার প্রমাণ পাওয়া যায় বেশকিছু ঘটনায়।
তিনি বেশিরভাগ সময় থেকেছেন শান্তিনিকেতনে। সেখানে তার লেখালেখির ফাঁকে বেশ আড্ডা জমাতেন অন্যদের সঙ্গে। মাঝে মধ্যে তার সহচর ও ভক্তদের ধাঁধাও ধরতেন।
একদিন তিনি এক মজলিসে তার এক ভক্তকে বললেন, ‘এমন একটা শব্দের নাম বলো, যার প্রথম অক্ষর ছেড়ে দিলে মান থাকে, দ্বিতীয় অক্ষর ছেড়ে দিলে কান, আর তিন অক্ষরই ছেড়ে দিলে প্রাণ থাকে না।
ভক্ত তো হতভম্ব। বহু চিন্তা করে কেনো কূল-কিনারা করতে না পেরে অসহায়ের মতো বললেন, ‘পারছি না তো, আপনিই বলে দিন না’। কবি বললেন, ‘শব্দটা হলো ‘কামান’।’
লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।
কেএসকে/জেআইএম