আজকের কৌতুক : ঈদে আমেরিকার মাটিতে পা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৪ জুন ২০১৮

কৌতুক- এক : ঈদে আমেরিকার মাটিতে পা
বল্টুর মামা ঈদের ছুটিতে আমেরিকা যাওয়ার সময় বল্টুকে জিজ্ঞাসা করল-
মামা : ভাগ্নে, আমেরিকা থেকে তোর জন্য কী আনবো?
বল্টু : একমুঠো মাটি।
মামা : কী? সবাই মামার কাছে মোবাইল, ঘড়ি, ল্যাপটপ চায়। আর তুই চাস মাটি?
বল্টু : হুম, আমার জন্য মাটিই আনবে। আমি অন্য কিছু চাই না।
মামা : কেন?
বল্টু : কারণ তোমার দেওয়া একমুঠো মাটিতে পা রেখে বলবো, ‘আমিও ঈদে আমেরিকার মাটিতে পা রেখেছিলাম।’

কৌতুক- দুই : প্রতিবাদ মিছিলে মেয়েরা
এক প্রতিবাদ মিছিলে মেয়েরা সামনে দাঁড়িয়েছে। তাদের পেছনে ছেলেরা দাঁড়ানো। মিছিলে মেয়েরা বলছে-
মেয়ে : উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।
দুষ্টু ছেলেরা পেছন থেকে বলছে-
ছেলে : উই ওয়ান্ট জাস্ট কিস, উই ওয়ান্ট জাস্ট কিস।

বিজ্ঞাপন

****

কৌতুক- তিন : আমার বাচ্চা আপনার পেটে
একদিন সকালে একটি মেয়ে বাসায় বসে চা খাচ্ছিল। একটা বাচ্চা মাছি নতুন উড়তে শিখেছে, তো মাছিটা উড়তে উড়তে চায়ের কাপে পড়ে গেল। মেয়েটা না দেখে মাছিসহ চা খেয়ে ফেলল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

পরে মাছিটার বাবা খোঁজ করতে এসে যা বলল, তা শুনে তো মেয়েটি অজ্ঞান হয়ে গেল। মাছির বাবা বলেছিল, ‘এই আপা শোনেন, আমার বাচ্চা আপনার পেটে।’

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।