শার্শায় অবৈধ দখলদার উচ্ছেদ : জমি দখলে নিয়েছে সরকার


প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৩ জুন ২০১৫

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে অবৈধ দখলদার ও ভূমিদস্যুদেরকে উচ্ছেদ করে উপজেলা প্রশাসন প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ বিঘা জমি সরকারিভাবে দখলে নিয়েছে। মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আরিফ-উজ-জামান জাগো নিউজকে জানান, শার্শার ডিহি ইউনিয়নের দরি দূর্গাপুর মৌজার এস, এ খতিয়ানের ২১৯ ও ২৪০ দাগের ২০ একর জমি এলাকার কতিপয় চি‎হ্নিত ভূমিদস্যু কালু খালাসী, ডেঙ্গুর, দাউদ মিয়া, ইসলাম ফরাজী, জাহাঙ্গীর, মুক্তার হোসেন, নুর হোসেন, আ. মজিদ, ফজলুল হকসহ ২০/২৫ জন সরকারি সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিল। ঘটনাটি প্রশাসনের নজরে এলে এলাকার ভূমিদস্যু আ. মজিদ গং সরকারকে বিবাদী করে ১৯৯৪ সালে একটি মিথ্যা দেওয়ানি মামলা দায়ের (যাহার নং-০১/৯৪) করে।

এ মামলায় পরাজিত হয়ে আ. মজিদ গং পুনরায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার দেওয়ানী আপিল মামলা নং-৯৪/২০০০। এ মামলায়ও পরাজিত হয় ভুমিদস্যু আ. মজিদ গং। জেলা প্রশাসকের নির্দেশে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান এর নেতৃত্বে দরি দূর্গাপুর মৌজার ২০ একর (৬০ বিঘা) জমি অবৈধ দখলদার ও ভূমিদস্যুদের কাছ থেকে উচ্ছেদ করে লাল পতাকা টাঙিয়ে ও সাইনবোর্ড লাগিয়ে সরকারিভাবে দখল গ্রহণ করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সম্পদ।

এসময় শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সনজিদ মণ্ডল, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক বুলবুল আহম্মেদ, ডিহি ইউনিয়ন ভূমি সহকারী কমিশনার মহিদুল ইসলাম ও শার্শা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।