অবিবাহিত মায়েরা সন্তানের অভিভাবক হচ্ছেন


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৬ জুলাই ২০১৫

ভারতে অবিবাহিত মায়েরা এখন থেকে নিজের সন্তানের অভিভাবকত্বের পুরো অধিকার পাচ্ছেন। সোমবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমজিৎ সেনের বেঞ্চ এ যুগান্তকারী রায় ঘোষণা করেছেন। এর ফলে এক ঐতিহাসিক রায় দিলো ভারতের সর্বোচ্চ আদালত।

রায়ে বলা হয়েছে, ভারতে অবিবাহিত মায়েরাও এখন নিজের সন্তানের অভিভাবকত্বের পুরো অধিকার পাবেন। আইনিভাবে সন্তানের বাবার অনুমতি না নিয়েই এমন অধিকার পাবেন অবিবাহিত মায়েরা। এ ক্ষেত্রে বাবার সম্মতির আর কোনো দরকার হবে না।

রায়ে আরো বলা হয়, এ ক্ষেত্রে মা চাইলে সন্তানের পিতৃ পরিচয়ও প্রকাশ্যে নাও আনতে পারেন। সম্প্রতি এক অবিবাহিত মা সুপ্রিম কোর্টে তার সন্তানের অধিকার ফিরে পাওয়ার জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই ভারতের সুপ্রিম কোর্ট এ রায় ঘোষণা করলেন।

ভারতের হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট অনুযায়ী, এতদিন সন্তানের অভিভাবকত্ব পেতে বাবাদের নোটিশ দিতে হতো। তবে এখন থেকে আর সেই নোটিশ দেওয়ার প্রয়োজন পড়বে না। বিশেষত, যেসব ক্ষেত্রে অবিবাহিত মায়েরা সন্তানের বাবার পরিচয় জানাতে পারেন না, অথবা মায়েরা বাবার পরিচয় জানাতে চান না, সে ক্ষেত্রে এসব মামলা কার্যকর হবে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।