জন্ম পরিচয় ঠিক করুন : খালেদাকে সাহারা


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৩ আগস্ট ২০১৫

আদালতের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন নির্ধারণ করে তার (খালেদার) পরিচয় ঠিক করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভপতিমন্ডলীর সদস্য ও সাংসদ অ্যাডভোকেট সাহারা খাতুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সোমবার এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। রাজধানীর জাতীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে বাংলাদেশ তাঁতিলীগ ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন বলেন, সকলেই জানেন খালেদা জিয়ার ৪টি জন্ম তারিখ রয়েছে। এই বিষয়টি নিয়ে আদালতে একটি মামলাও রয়েছে। খালেদা জিয়া আদালতে জবাব দিয়ে তার জন্মদিন, পরিচয় ঠিক করে নিতে পারেন।

১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন উল্লেখ করে তিনি বলেন, বাঙালি জাতির সবচেয়ে শোকের দিনে আপনি (খালেদা) দয়া করে কেক কেটে উল্লাস করবেন না। এতে আপনার রাজনীতির প্রতি গণমানুষের ধিক্কার আরো ঘনীভূত হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে খুনি জিয়া এবং খন্দকার মুসতাক মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চেয়েছিল। যার প্রমাণ হচ্ছে ৩ নভেম্বর জেল হত্যা। কিন্তু খুনিদের সে ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বাঁচিয়ে রেখে।

নির্বাচন নিয়ে খালেদা জিয়ার মাথা খারাপ হয়েছে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছে। তিনি (খালেদা) এখন নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন চাইছেন। একজনের চাওয়ার ওপরেই জাতীয় নির্বাচন হতে পারে না। নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সভায় বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ বিএম মোজাম্মেল হক বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার পর পরিকল্পিতভাবে জাতিকে দুই ভাগে বিভক্ত করেছিল।

বিশেষ অতিথি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী বলেন, জিয়াউর রহমান সামরিক অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর খুনিদের হত্যা করেছিল।

বাংলাদেশ তাঁতিলীগের আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরীর সভপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাধনা দাশ গুপ্তা, যুগ্ম আহ্বায়ক খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ।

এএসএস/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।