বরিশালে আগুনে পুড়লো হতদরিদ্র ২০ পরিবারের সম্পদ


প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

বরিশাল নগরীর ভাটিখানা বাজার সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে গেছে ২০টি বসতঘর। সেখানে বসবাসরত ২০টি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ও স্থানীয় জনগণ প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়াদের কোনো একটি টিনশেড ঘর থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হতদরিদ্র দিনমজুর।


বরিশাল ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. আলাউদ্দিন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়ের মধ্যে ২০টি বসতঘর পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়েছে বলে খবর মেলেনি। তদন্ত না করে ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।


জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৬০টি কম্বল দেয়া হয়েছে। সার্বিক সহযোগিতার জন্য টিএনওকে নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল এক টন চাল দেয়া হবে তাদের। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে তদন্ত কমিটি করা হয়েছে।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।