সাতক্ষীরায় ১৮ হাজার ভারতীয় মুরগির বাচ্চা জব্দ


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভারতীয় মুরগির বাচ্চা জব্দ করেছে। মঙ্গলবার ভোরে কলারোয়া উপজেলার দাতভাংগা সীমান্ত থেকে ট্রাকভর্তি ১৮ হাজার পিস এ মুরগির বাচ্চা জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকসহ মুরগির বাচ্চার মূল্য ১৯ লাখ টাকা। তবে বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি।

সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. জামাল উদ্দিন এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল কলারোয়া উপজেলার দাতভাংগা সীমান্তে অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে ভারত থেকে অবৈধ পথে আনা ট্রাক ভর্তি ১৮ হাজার পিস মুরগির বাচ্চা জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকসহ মুরগির বাচ্চার মূল্য ১৯ লাখ টাকা।

Shatkera-murge

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন সীমান্ত পথে ভারতীয় মুরগির বাচ্চা ও ডিমের চোরাচালান অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশের উন্নয়নশীল পোল্ট্রিশিল্প ধ্বংসের মুখে পতিত হবে। তাই এই পোল্ট্রি শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।