চবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন


প্রকাশিত: ১১:০৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চাবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ কমিটির অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।

তিনি জানান, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন; সদস্য সচিব সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মেদ, সদস্য সহকারী প্রক্টর মিজানুর রহমান ও শহিদুল ইসলাম।

প্র্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর অনুসারীরা। এতে উভয়পক্ষের চারজন আহত হয়। এ ঘটনার জের ধরে ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে সোহরাওয়ার্দী হলের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করে ছাত্রলীগের একটি পক্ষ।
 
জীবন মুছা/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।