সেই স্কুলে আবার চিতাবাঘ (ভিডিও)
ভারতের ব্যাঙ্গালুরের সেই স্কুলে আবারো চিতাবাঘ ঢুকেছে। এ ঘটনার পর স্কুলটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্কুলের অন্তত দুই জায়গায় ওই চিতাবাঘটিকে দেখা গেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাঙ্গালুরের হোয়াইটফিল্ড এলাকার ভিবজিওর স্কুলের সিসিটিভিতে আবারো ধরা পড়েছে চিতার রাজকীয় ঘুরে বেড়ানোর ছবি। স্থানীয় এক বন কর্মকর্তা বলেন, ওই স্কুলে একটি চিতাবাঘ ঢুকেছিল বলে আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু স্থানীয়রা বলছেন, ভিবজিওর স্কুলে অন্তত দুটি চিতা দেখেছেন তারা।
ওই কর্মকর্তা আরো জানান, এ ঘটনার পর স্কুলের আশপাশের বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তবে বাঘটিকে ধরতে রাতে অভিযান পরিচালনা করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে রোববার সকালের দিকে ওই স্কুলে চিতাবাঘের হামলায় অন্তত ৪ জন আহত হয়। পরে বেশ কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে বন কর্মকর্তারা চিতাবাঘটিকে আটক করতে সক্ষম হয়।
এসআইএস/আরআইপি