সিদ্ধিরগঞ্জে ডিবির উপর মাদক ব্যবসায়ীদের হামলা, আটক ৬


প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

সিদ্ধিরগঞ্জের পাঠানটলী এলাকায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর মাদক ব্যবসায়ীরা হামলা করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ওই সময়ে ডিবির একজন এসআই আহত হন। পরে ডিবি সদস্যরা ধাওয়া করে হামলাকারী মাদক ব্যবসায়ী গ্রুপের ৬ সদস্যকে আটক ও তাদের কাছ থেকে ইয়াবা, ককটেল ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে। বৃহস্পতিবার সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

অভিযানের নেতৃত্ব দেয়া ডিবির এসআই মাজহার হোসেন জানান, পাঠানটলী ইকবাল মিয়ার বাড়িতে মাদক ব্যবসায়ীরা জড়ো হয়েছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা হামলা চেষ্টা করে।

তখন ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ৬ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ৫টি তাজা ককটেল, ৫শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মাজহার আরো জানান, আটক ছয়জনের মধ্যে তিনজন হলেন সুফিয়ান, রাজু ও বাপ্পী রয়েছে। যাদের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে তারা ফতুল্লার হাবিব ও সিদ্ধিরগঞ্জের নীরব নামের দুই ব্যক্তি হত্যা মামলার আসামি।

আটক অপর ৩ জন একেক সময়ে একেক নাম পরিচয় দিচ্ছে। সেগুলো যাচাই করা হচ্ছে। ধস্তাধস্তিতে তিনি (মাজহার) আহত হয়েছেন। পরে শহরের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হোসেন চিশতী সিপল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।