ছবি বিকৃত করার অভিযোগে শিক্ষিকা আটক
নাটোর সদর এলাকার একজন জনপ্রতিনিধির স্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে তাসনুভা রহমান মিতু নামে এক শিক্ষিকাকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শহরের কানাইখালি নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক শিক্ষিকা নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চারু ও কারুকলা বিভাগের শিক্ষিকা এবং শহরের কানাইখালী এলাকার মফিজুর রহমানের মেয়ে। শনিবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নাটোর সদরের একজন জনপ্রতিনিধির স্ত্রীর ছবি নিয়ে বিকৃত করে নিজ ফেসবুকে ছড়িয়ে দেয় সরকারি বালিকা বিদ্যালয়ের চারু ও কারুকলা বিভাগের শিক্ষিকা তাসনুভা রহমান মিতু। এ সময় ছবির নিচে অশ্লীল মন্তব্য করে ওই শিক্ষিকা। পরে বিষয়টি নজরে আসলে শনিবার বেলা ১১টার দিকে শহরের কানাইখালি নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে শুক্রবার রাতে শহর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জল বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় শনিবার দুপুরে শিক্ষিকা মিতুকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
রেজাউল করিম রেজা/এসএস/এবিএস